জয়পুর: মর্মান্তিক! রাজস্থানে খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজনের। মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে। আহত হয়েছে আরও ১৩ জন। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উদয়পুরের নই থালা এলাকায় নন্দেশ্বর মহাদেব মন্দিরের কাছে। একটি যাত্রীবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তার ফলেই পাঁচজনের মৃত্যু হয়। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।
আরও পড়ুন : ভয়াবহ অগ্নিকান্ড রাসায়নিক কারখানায়