কলকাতা: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন অভিনেত্রী রুপা গাঙ্গুলি। তিনি তাঁর টুইটারে সুশান্তের মৃত্যু নিয়ে নিয়মিত পোস্ট করেছেন। সেই পোস্ট গুলির কয়েকটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ট্যাগ করেছেন।
Pointing a finger toward the aspect of "depression" is probably shifting of the focus from the real problem that led to the passing away of Sushant. Shouldn't we really look into it or brush it off as a possible suicide?#cbiforsushant #roopaganguly @AmitShah @narendramodi pic.twitter.com/hrxmXh9Toz
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 24, 2020
সুশান্তর মৃত্যু নিয়ে রুপা গাঙ্গুলির একাধিক টুইটের মধ্যে একটিতে লিখেছেন, “তদন্ত কি তাড়াতাড়ি চলছে আদৌ এবং ফরেন্সিক দলটি ১৫ জুন কেন পৌঁছল?” অভিনেত্রী তথা রাজনীতিবিদ রূপা আরও লিখেছেন, “ময়নাতদন্তের সময় কি শরীরে কোনও বিষের উপস্থিতি মিলেছে? সিসিটিভি ফুটেজের পরীক্ষা কি হয়েছে? দেখা কি গিয়েছে যে ঘরে কেউ ঢোকেনি? পুলিশ এভাবেই একে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে না। কোনও সুইসাইড নোটও তো মেলেনি।”
What I hear and I see seems inconclusive and rushed about labeling the passing of Sushant as a suicide. We should probe deeper, CBI should be conducting the investigation#cbiforsushant #roopaganguly @AmitShah @narendramodi pic.twitter.com/Ag01Vjv74i
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 24, 2020
এরকম টানা সাত-আটটি টুইটে রুপা গাঙ্গুলি খুব জোরালো ভাবে সুশান্তের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন। ইতিমধ্যে রুপা গাঙ্গুলির সেই টুইট ভাইরাল হয়েছে।
My disbelief is getting the better of what meets the eye on general media#cbiforshushant #roopaganguly pic.twitter.com/jwbm5WDPfM
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 23, 2020