ইসলামপুরঃ ভরসন্ধ্যায় গুলি চলল ইসলামপুর (Islampur) থানার গুঞ্জরিয়া বাজার সংলগ্ন এলাকায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হলেন এক যুবক। প্রকাশ্যে গুলিচালনার ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম মহম্মদ শাকির(২২)। বাড়ি গুঞ্জরিয়া বাজার এলাকায়। জখম মহম্মদ শাকিরের ভাইপো সোহেল জানিয়েছেন, তার কাকার কানে গুলি লেগেছে। আশংকাজনক অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশও হাসপাতালে পৌঁছায়। কে বা কারা গুলি চালালো তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই বিষয়ে পুলিশ কর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : ১১ ফেব্রুয়ারি অভিষেকের সভা ঘিরে প্রস্তুতি মাথাভাঙ্গায়