শামুকতলা, ৮ জানুয়ারি: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল আলিপুরদুয়ার ২ ব্লকের শামুকতলা বাজারের তিনটি দোকান। ঘটনাটি ঘটে রবিবার ভোরে। প্রায় তিন ঘন্টার চেষ্টায় দুটি দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শামুকতলা থানার পুলিশও।
জানা গিয়েছে, রবিবার ভোরে একটি দেকান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। এরপরে তারা দমকলকে খবর দেয়। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতেও। খবর পেয়ে বারোবিশা থেকে একটি এবং আলিপুরদুয়ার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পঙ্কজ লালওয়ানি, পূর্ণিমা দাস এবং শংকর দাসের। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছেন তারা। বারবিশা দমকল কেন্দ্রের ওসি বিচিত্র ধর জানান, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শট সার্কিটের কারণেই এই আগুন লেগে থাকতে পারে।
দশে দশ | 08.02.2023 |
উত্তরবঙ্গ-রাজ্য-দেশ। বাছাই করা দশ খবর, এক ঝলকে
Read more