কিশনগঞ্জ: পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদ বাজেয়াপ্ত করল পুলিশ। মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে কিশনগঞ্জের(Kishanganj) কোচাধামন থানার পুলিশ ২৭ নম্বর জাতীয় সড়কের ধনপুরা এলাকায় অভিযানে নেমে ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৭৭ লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত করেছেন। এই দুটি ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করে। এছাড়া একটি চারচাকার গাড়ি, চারটি মোবাইল ও নগদ ২৪০ টাকা পুলিশ মদ পাচারে ধৃতদের থেকে বাজেয়াপ্ত করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে স্থানীয় মস্তান চকে নাকাচেকিং কালীন পুলিশ একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণ বিদেশি মদ সহ মহম্মদ মনাজির, মহম্মদ তসিম, মহম্মদ দিলাবর আলম ও মহম্মদ আফসার আলমকে গ্রেপ্তার করে। ধৃতরা পূর্ণিয়া জেলার বাসিন্দা ও উত্তরবঙ্গের থানার বিহারে মদ পাচারের জন্যে আনছিল। অন্যদিকে, চারঘড়িয়া আবগারি চেকপোস্টে গতকাল দুপুরে একটি যাত্রীবাহী বাস থেকে পুলিশ প্রচুর পরিমাণ গাঁজা সমেত একজন মহিলা সহ চারজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম, বিন্দেশরী দেবী(৬৫), অভিরাজ কুমার সিং(২৭), অনিল কুমার সিং(৩৫), ইন্দ্রজিৎ সিং(২৩)। তারা বিহারের পাটনা, বৈশালী জেলার বাসিন্দা। ধৃতরা কোচবিহার থেকে প্রায়ই গাঁজা নিয়ে বিহারে পাচারের জন্যে এই পথে চলাচল করত বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ধৃত আটজনকে কিশনগঞ্জ আদালতের নির্দেশে ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে কিশনগঞ্জ জেলে পাঠানো হয়েছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ