কলকাতা ২২ মার্চঃ করোনা আক্রান্ত লন্ডন ফেরত বালীগঞ্জের সেই তরুণের বাবা-মা ও বাড়ির পরিচারিকার রিপোর্ট এবার পজেটিভ পাওয়া গেল। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭।
১৩ তারিখ লন্ডন থেকে কলকাতায় আসেন ওই তরুণ। বিমানবন্দরে তাঁর স্ক্রিনিং করার পরেই তাঁকে ১৪ দিন হোম কোয়ারানটিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ মানেন নি এই তরুণ। বরং তিনি ঘুরে বেড়িয়েছিলেন শহরের একাধিক জায়গায়। এরপরেই তাঁর সর্দি, কাশি, জ্বরের উপসর্গ গুলি এক এক করে দেখা দিতে থাকে। তারপর চিকিৎসকের নির্দেশ মতো তাঁকে বেলেঘাটা আইডি’তে আনা হয়। এরপরেই তাঁর নমুনা পরীক্ষায় করা হলে করোনা পজেটিভ পাওয়া যায়।
পরবর্তীতে তাঁর বাবা-মা এবং বাড়ির পরিচারিকাকে বেলেঘাটা আইডিতে নিয়ে এসে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার তাদেরও পজেটিভ রিপোর্ট এল।এদিকে এই তরুণের বাবা-মা এবং পরিচারিকারও করোনা আক্রান্তের খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েছেন বালিগঞ্জে তাঁর আবাসনের বাসিন্দা, সহ ওই এলাকার প্রতিবেশী এবং তাঁর বাবার দোকানের কর্মচারী ও গ্রাহকরা। কারণ আক্রান্ত তরুণ আবাসনের ছাদ থেকে শুরু করে সর্বত্র ঘুরে বেড়িয়েছেন। গিয়েছিলেন পাড়ার দোকান, রেস্তোরাতেও। এমনকী বাবার বাথরুম ফিটিংসের দোকানে গিয়ে দীর্ঘক্ষঁ কাটিয়েছিলেন।