নাগরাকাটা: উত্তরবঙ্গে সুফল বাংলা (Sufal Bangla) প্রকল্পের ৪টি হাবের উদ্বোধন হল সোমবার। রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের পক্ষ থেকে শিলিগুড়ির শালবাড়ি, আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ও জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ও ময়নাগুড়িতে ওই হাবগুলি চালু করা হয়েছে। ওই সমস্ত হাব থেকে কৃষকদের উৎপাদিত ফসল ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে নানা এলাকায় বিক্রি হবে। দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না বলেন, গোটা রাজ্য মিলিয়ে ৯টি অতিরিক্ত হাবের উদ্বোধন হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের ৪টি। এর ফলে কৃষক ও উৎপাদিত ফসলের ক্রেতা দুপক্ষই উপকৃত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে চালু হওয়ার পর বর্তমানে সুফল বাংলা প্রকল্পে রাজ্যে ফসলের মোট ৬৮টি স্থায়ী ও ৪৪২টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র তৈরি হল। এর ফলে সাড়ে ৪ লক্ষ উপভোক্তা পরিবার উপকৃত হবে। জনসংখ্যার দিক থেকে ধরলে ২ কোটিরও বেশি মানুষ। প্রতিদিন ৩ লক্ষ ক্রেতা সুফল বাংলার স্থায়ী ও ভ্রাম্যমাণ দুই ধরনের স্টল থেকেই সব্জি কিনছেন। দৈনিক বিক্রির পরিমাণ ২৫ লক্ষ ৮০ হাজার টাকা। ১৪৯টি ফার্মাস প্রোডিউর্সাস অর্গানাইজেশন(এফপিএ) এই প্রকল্পের সঙ্গে জড়িত।
বেচারাম মান্না জানিয়েছেন, কৃষকরা এফপিও-র মাধ্যমে তাঁদের ফসল বিক্রি করবেন। সেটাই সুফল বাংলার স্টলের মাধ্যমে ক্রেতাদের হাতে পৌঁছোবে। কৃষিজ বিপণন দপ্তর জানিয়েছে, এদিন কলকাতার রেড রোড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সুফল বাংলার মোট ৩৪টি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন হয়েছে। এর মধ্যে শিলিগুড়ি পেয়েছে ৮টি গাড়ি। উত্তরবঙ্গের ৪টি সহ গোটা রাজ্য মিলিয়ে যে ৯টি হাবের উদ্বোধন হয়েছে সেখানে পাইকারি ভিত্তিতে ফসল আসবে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : শালবাড়িতে সুফল বাংলা হাবের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী