আলিপুরদুয়ার: সলসলাবাড়ি আর্দেন স্টেডিয়ামের উদ্বোধন হল। শনিবার বিকেলে ওই স্টেডিয়ামের উদ্বোধন করেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। প্রায় ৬৫ লক্ষ টাকায় তৈরি করা হয়েছে স্টেডিয়ামটি। উদ্বোধনের পর মাঠে ফুটবল খেলেন জেলাশাসক। তিনি বলেন, ‘জেলায় আরও বেশ কয়েকটি এ ধরনের স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। ২০১৯ সালে স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছিল।’
আরও পড়ুনঃ পাহাড়ে ফের অশান্তির মেঘ! রাজ্যকে হুঁশিয়ারি বিমল গুরুংয়ের