চাঁচল: রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো চাঙ্গা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন উপস্বাস্থ্য কেন্দ্র চালু ও স্বাস্থ্য কেন্দ্রগুলির মানকে ত্বরান্বিত করতে উদ্যোগী হয়েছেন। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চাঁচল (Chanchal)-১ ব্লকের কলিগ্রাম জিপির নুরগঞ্জে আনুষ্ঠানিকভাবে উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল বুধবার। এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চাঁচল-১ ব্লক স্বাস্থ্য আধিকারিক আখতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নোডাল অফিসার শুভাশিষ বড়ুয়া, চাঁচল-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ওবাইদুল্লাহ আহমেদ চৌধুরী, চাঁচল-১ যুগ্ম বিডিও শ্যামল দাস ও স্থানীয় পঞ্চায়েত সদস্য ইউসুফ আলি সহ অন্যান্যরা।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, নুরগঞ্জে এই উপস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় আশেপাশের ছয়টি গ্রামের প্রায় ৪ হাজার মানুষ পরিষেবা হাতের নাগালে পাবেন। মূলত, এলাকায় কোনও উপস্বাস্থ্য কেন্দ্র না থাকায় প্রসূতি ও গর্ভবতী মায়েদের ছুটতে হত প্রায় ৭ কিমি দূরে মুলাইবাড়িতে। দীর্ঘদিন ধরেই এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রের দাবি জানাচ্ছিলেন বাসিন্দারা।
আরও পড়ুন: Gazol | রাস্তাতেই জমছে আবর্জনা, গাজোলে বিক্ষোভ বাসিন্দাদের