নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে একদিকে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনি বাড়ছে মানসিক অসুস্থতাও। ইন্ডিয়ান সাইকিয়াট্রি সোসাইটি দ্বারা পরিচালিত সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে, মানসিক অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতি পাঁচ ভারতীয়র মধ্যে কমপক্ষে একজন মানসিক রোগে ভুগছেন। করোনা প্যানডেমিকের কবলে একদিকে যেমন স্বাস্থ্য, অর্থনীতি, মানুষের লাইফস্টাইলের ওপর প্রভাব ফেলছে, ঠিক তেমনই এর মিশ্র প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যের ওপরও। সমীক্ষায় এও প্রকাশ পেয়েছে, এক সপ্তাহের মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ মানুষের আচমকা বৃদ্ধি ঘটেছে। তার সঙ্গে লকডাউনের জেরে মানুষের জীবিকা, উপার্জন তথা মৌলিক সম্পদগুলি হারাতে পারে এই আশঙ্কাও ভাবাচ্ছে।
বিশ্বে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সঙ্গে। সেই সঙ্গে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ জনের। আক্রান্তের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। বিশ্বে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬৬ হাজার ৪১ জন। বিশ্বে মৃতের সংখ্যা সাইত্রিশ হাজারেরও বেশি।
এই পরিস্থিতিতে করোনাকে আটকাতে একমাত্র পথ হল লকডাউন। কিন্তু লকডাউনের জেরে একদিকে মানুষের মধ্যে যেমন রয়েছে করোনার সংক্রমণের ভয়, পাশাপাশি দীর্ঘ সময় ধরে লকডাউন চললে জীবিকা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।