উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রমশ সংকটজনক হচ্ছে বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের শারীরিক পরিস্থিতি। চিকিৎসকরা জানিয়েছেন তিনি সেপ্টিসেমিয়ায় ভুগছেন। ২০০০ সাল থেকে তরুণ মজুমদারের কিডনির সমস্যা ছিল। এছাড়াও ৯২ বছরের পরিচালক ফুসফুসের সমস্যাতেও ভুগছেন। ডায়াবেটিসও রয়েছে তাঁর।
বর্ষীয়ান পরিচালককে পর্যবেক্ষণে রেখেছেন অভিজ্ঞ চিকিৎসকদের একটি টিম। মস্তিষ্কের চেতনা সজাগ রাগে যে ব্যবস্থা তা হল রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম। সেই ব্যবস্থাই জানান দিচ্ছে চেতনার মাত্রা ক্রমশ কমছে এই পরিচালকের। প্রতি মিনিটে ৪-৬ লিটার অক্সিজেন দেওয়াও হচ্ছে তাঁকে। ৯২ বছরের পরিচালককে প্রতি দু’ঘণ্টা অন্তর রাইলস টিউব দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে বলে খবর।
আরও পড়ুন: Agnipath Project | ‘অগ্নিপথ’ বিতর্কে মুখ খুললেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী