ডিজিটাল ডেস্কঃ ২০২০ সালের লাদাখ সংঘর্ষের পর ভারত এবং চীন আবার কাছাকাছি। ২০২০ সালের পর ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক এতটাই তলানিতে এসে ঠেকেছে, যেখান থেকে চীনের একাধিক সংস্থা এবং অ্যাপ নিষিদ্ধ হয়ে গিয়েছে ভারতে। এই অবস্থায় এবার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে দুদিনের সফরে আসছেন চীনা বিদেশমন্ত্রী। জানা গিয়েছে, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আগামী ২৪ ও ২৫ শে মার্চ ভারতে থাকবেন। এখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন ওয়াং ই বলে জানা গিয়েছে। কার্যত ভারতের মাটিতে লাদাখ সংঘর্ষের পর প্রথম বৈঠকে বসছে ভারত এবং চীন। অনেকেই মনে করছেন, ভারতীয় নিষেধাজ্ঞার জেরে মার খাচ্ছে চীনা ব্যবসা। আর তাই সম্পর্ক ভালো করতে বদ্ধপরিকর বেজিং। আবার অনেকে মনে করছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করে মার্কিনদের জবাব দিতে চাইছে চীন। তবে এই বৈঠকের ফলে আগামী দিনে ভারত এবং চীনের পারস্পরিক সম্পর্ক আদৌ উন্নত হয় কিনা, সেটাই এখন দেখার।
আরও পড়ুন : ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় ভারত, জনসনকে জানালেন মোদি