ডিজিটাল ডেস্ক : করোনার আগে ভারত-বাংলাদেশ রেলপথে যাত্রীরা যাতায়াত করত। কিন্তু করোনার (Corona) পর দু দেশের মধ্যে এই যাতায়াত বন্ধ হয়ে যায়। কিন্তু এবার দু’দেশের জন্য সুখবর। অতিমারী পরিস্থিতি স্বাভাবিক হবার পর রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আরও একবার ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে চলেছে আগামী ২৬ শে মার্চ থেকে। কার্যত ভারত এবং বাংলাদেশের মধ্যে তিনটি যাত্রীবাহী রেল চলাচল করে। যার মধ্যে একটি হল কলকাতা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে মৈত্রী এক্সপ্রেস এবং অন্যটি হল বন্ধন এক্সপ্রেস। গেদে সীমান্ত দিয়ে ঢাকায় প্রবেশ করে মৈত্রী এক্সপ্রেস এবং পেট্রাপোল-বেনাপোল সীমান্ত হয়ে ঢাকায় প্রবেশ করে বন্ধন এক্সপ্রেস। এছাড়া এনজিপি থেকে ঢাকা পর্যন্ত মিতালী এক্সপ্রেস চলে। রেল বন্ধ থাকায় বিমানের অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের বাংলাদেশ-ভারত যাতায়াত করতে হতো। তাই রেল চলাচলের খবরে মিলল দু দেশেই শান্তি।
আরও পড়ুন : কংগ্রেসে বড় রদবদলের নির্দেশ সোনিয়া গান্ধীর