ব্রেদা (নেদারল্যান্ডস), ২৩ জুনঃ পাকিস্তানকে ৪-০ হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হকি অভিযান শুরু করল ভারতীয় দল৷ শনিবার পাক-বধের মূল কারিগর ছিলেন রমনদীপ। একটি করে গোল করেন দিলপ্রীত সিংহ ও মনদীপ সিংহ। এদিন ম্যাচের ২৬ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন রমনদীপ। এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোনোও দলই গোলের মুখ দেখেনি। কিন্তু ম্যাচের শেষ দিকে ফের জ্বলে ওঠে ভারতীয় দল। ৫৪ মিনিটে ভারতকে ফের এগিয়ে দেন দিলপ্রীত। এর ঠিক তিন মিনিট পরেই দলের তৃতীয় গোল করেন মনদীপ। এরপর ৬০ মিনিটের মাথায় দলের হয়ে চতুর্থ গোল করেন রমনদীপ।
- Advertisement -