নয়াদিল্লি, ২৩ জুনঃ ফের গণধর্ষণের শিকার হল নাবালিকা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। ঘটনায় অভিযুক্ত ১০ জন যুবকের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আইপিসি ৩৬৩ এবং ৩৭৬ ধারায় গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে।
জানা গিয়েছে, নির্যাতিতা পরিবারের সঙ্গে খুড়তুতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। অভিযুক্ত একজন নির্যাতিতাকে নিয়ে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়ি যায় বলে অভিযোগ। সেখানে আগে থেকেই উপস্থিত অন্য আট আভিযুক্ত ওই নাবালিকার ওপর নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
- Advertisement -