লেহ: শুক্রবার থেকে পূর্ব লাদাখের গোগরা ও হট স্প্রিং এলাকা থেকে সেনা পিছোল দু’দেশ। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দু’দেশের মধ্যে ষোড়শ বৈঠকে সহমতের ভিত্তিতে দুই দেশ সেনা পিছিয়েছে। এটি আগামী সপ্তাহে উজবেকিস্তানের এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi) ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পার্শ্ববৈঠকের জল্পনাকে আরও বাড়িয়ে দিল।
প্রসঙ্গত, গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পরবর্তী ধাপে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে বেশকিছু জায়গায় দু’দেশ সেনা পিছিয়ে আনে। দু’দেশের তরফে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কমান্ডার পর্যায়ের ১৬তম বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে সীমান্ত এলাকায় শান্তি বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।