নয়াদিল্লি: বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দেশে সামান্য কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে কিছুটা বেড়েছে মৃতের সংখ্যা। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,৮৬২ জন। মৃত্যু হয়েছে ৩৭৯ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১৯,৩৯১ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪০,৩৭,৫৯২। মৃত্যু হয়েছে ৪,৫১,৮১৪ জনের। সুস্থ হয়েছেন ৩,৩৩,৮২,১০০ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ২,০৩,৬৭৮টি।