নিউজ ব্যুরো: দেশে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে করোনা(corona) সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট মোতাবেক, ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৯১৫ জনের সংক্রমণ ধরা পড়েছে। সোমবারের রিপোর্টে সংক্রামিতের সংখ্যা ছিল ৮ হাজার ১৩ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮০ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৮৬৪ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেসের সংখ্যা ৯২ হাজার ৪৭২টি।
অন্যদিকে, বাংলাও সেরে উঠছে। রাজ্যে ১০০-র নীচে নেমেছে দৈনিক করোনা সংক্রমণ। সোমবার স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড ১৯ বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে ৮৯ জনের সংক্রমণ ধরা পড়েছে। রবিবার সেই সংখ্যা ছিল ২১৫। কমেছে দৈনিক মৃতের সংখ্যাও। ২৪ ঘণ্টায় করোনায় সংক্রামিত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২০৪ জন। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। পজিটিভিটি রেট ০.৫০ শতাংশ। সংক্রমণ কমলেও সাধারণ মানুষকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
COVID19 | India reports 6,915 new cases, 180 deaths and 16,864 recoveries; Active caseload stands at 92,472 pic.twitter.com/y7aTnAUM8k
— ANI (@ANI) March 1, 2022
আরও পড়ুনঃ ইউক্রেনে আটকে পড়া প্রতিবেশী দেশের নাগরিকদের পাশে ভারত