জাকার্তা : এশিয়া কাপ হকিতে জাপানের কাছে বড় হার ভারতের। মঙ্গলবার জাকার্তায় গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতবারের চ্যাম্পিয়নরা উড়ে গেল ৫-২ গোলে। তাতেও অবশ্য খেতাব জয়ের দৌড় থেকে ছিটকে যায়নি তারা।
এদিন প্রথম থেকেই জাপানি আগ্রাসনের সামনে গুটিয়ে ছিল সর্দার সিংয়ে ছাত্ররা। তবে প্রথম কোয়ার্টারে গোলরক্ষক সুরজ কারকেরার সৌজন্যে গোল খায়নি ভারত। দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাপানকে এগিয়ে দেন কেন নাগায়োশি। তৃতীয় কোয়ার্টারের শেষদিকে গোলের খাতা খোলে ভারত। ৪৫ মিনিটে স্কোরশিটে নাম তোলেন পবন রাজভর। তবে তার মিনিট পাঁচেক আগেই জাপানের হয়ে দ্বিতীয় গোলটি করে ফেলেন কোসেই কাওয়াবে।
ম্যাচের যাবতীয় নাটকের অবসান হয় চতুর্থ কোয়ার্টারে এসে। ৪৯ মিনিটে ওকা রামোয়ার গোলে স্কোর ৩-১ করে জাপান। পরের মিনিটেই ব্যবধান কমান উত্তম সিং। ৫২ মিনিটে পবন সবুজ কার্ড এবং ২ মিনিট পর কার্তি সেলভম হলুদ কার্ড দেখায় ধাক্কা খায় ভারত। সেই সুযোগ নিয়ে ৫৪ মিনিটে কোজি ইয়ামাসাকি এবং ৫৬ মিনিটে কাওয়াবের গোল ম্যাচ নিয়ে যায় জাপানের পক্ষে। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৯-০ ব্যবধানে হারিয়েছে জাপানিরা।
ম্যাচের শেষে অধিনায়ক বীরেন্দ্র লাকড়া বলেন, প্রথম দুই কোয়ার্টারে কঠিন লড়াই হয়েছে। কারণ আমরা নিজেদের ছন্দ খুঁজে পাইনি। পরের দুই কোয়ার্টারে খেলার উন্নতি হলেও আমরা সেভাবে সুযোগ তৈরি করতে পারিনি। বিশেষত শেষ কোয়ার্টারে আমাদের রক্ষণ কিছুটা নড়বড়ে হয়ে যায় আর তাতেই গোল হজম করতে হয়। পাশাপাশি ২ জন কম হয়ে যাওয়ার প্রভাবও পড়েছে। বীরেন্দ্র ছাড়া এই দলে সিনিয়রদের মধ্যে আছেন শুধুমাত্র এসভি সুনীল।
অবশ্য এই প্রতিযোগিতাকে পরীক্ষার মঞ্চ হিসেবে দেখছে ভারত। চলতি এশিয়া কাপে একঝাক তরুণ এবং অনভিজ্ঞ খেলোয়াড়কে নিয়ে এসেছে দল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সবমিলিয়ে ৯ জনের অভিষেক হয়েছে। এদিন প্রথমবার জাতীয় দলের জার্সি পরলেন মনিন্দর সিং। পাশাপাশি এখনও পর্যন্ত দলের তিন গোলদাতা কার্তি, পবন এবং উত্তম এই প্রথম সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক ম্যাচে গোল করলেন।
এশিয়ার কাপের ফর্ম্যাট অনুযায়ী প্রতি গ্রুপের সেরা দুই দল দ্বিতীয় পর্বে নিজেদের মধ্যে খেলবে। এদিন অন্য ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩-০ গোলে হারিয়েছে পাকিস্তান। যার ফলে ভারতের দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন অনেকটাই ধাক্কা খেয়েছে। কিন্তু এখনও আশা শেষ হয়ে যায়নি বীরেন্দ্রদের। সেক্ষেত্রে শেষ ম্যাচে ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে জাপান-পাকিস্তান ম্যাচের দিকেও। সেই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে জাপানকে।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নকআটট নিশ্চিত করে ফেলেছে জাপান। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ৪, গোলপার্থক্য +১৩। সেখানে ভারতের পয়েন্ট ১, গোলপার্থক্য -৩। ফলে শেষ ম্যাচে অন্তত ১০ গোলে জিততে হবে ভারতকে, পাকিস্তানের হারের ব্যবধান হতে হবে ৭ গোল। সেক্ষেত্রে পয়েন্ট ও ম্যাচ জয়ে বিচারে সমান হলেও গোলপার্থক্যে এগিয়ে গ্রুপে দ্বিতীয় হবে ভারত।
আরও পড়ুন : উম্বলডন খেললেও পয়েন্ট পাবেন না, ক্ষোভ প্রকাশ জোকারের