#BREAKING বৃষ্টিতে বাতিল ম্যাচ, মহিলাদের টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত

446

সিডনি, ৫ মার্চঃ বরুণদেবের হাত ধরে মহিলাদের টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছাল ভারত। বৃহস্পতিবার সিডনিতে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু প্রবল বৃষ্টির জন্য সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস পর্যন্ত হয়নি। খেলা শুরুর নির্ধারিত সময়ের দু’ঘণ্টা পরেও বৃষ্টি না থামায় ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। গ্রুপ লিগে প্রথম স্থানে থাকার সুবাদে ফাইনালে গেলেন হরমনপ্রীত কৌর, শেফালি ভার্মারা। এই প্রথম টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলবেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা। ফাইনালে সম্ভবত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। কারণ সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও  দক্ষিণ আফ্রিকা। কিন্তু বৃষ্টির যা বেগ, সেই ম্যাচও হওয়া মুশকিল। সেক্ষেত্রে ভারতের মতই গ্রুপ লিগে প্রথম স্থানে শেষ করার সুবাদে দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠে যাবে। রবিবার মেলবোর্নে ফাইনাল খেলা হবে।

ফাইনালে ওঠার পর ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, ‘খেলা না হওয়া দুর্ভাগ্যের। তবে এটাই নিয়ম। সেটাই মানা হয়েছে। পরবর্তীকালে রিজার্ভ ডে থাকলে ভাল হয়। প্রথম দিন থেকেই জানতাম যে আমাদের সব ম্যাচ জিততে হবে। দলকে অভিনন্দন, গ্রুপের সব ম্যাচ জেতার জন্য। আমাদের সবাই ছন্দে রয়েছে। আমরা প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নামতে চলেছি। দলগত ভাবে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়াই এখন লক্ষ্য।’

- Advertisement -