জেনেভা: করোনা প্রতিরোধে ভারতের ভূমিকার প্রশংসা করল বিশ্বস্বাস্থ্য সংস্থা(হু)। সোমবার জেনেভায় কোভিড-১৯ প্যানডেমিক সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠকে হু-র এক্সিকিউটিভ ডিরেক্টর মাইকেল রায়ান বলেন, ‘পৃথিবীর বুক থেকে স্মল পক্স এবং পোলিও মুছে ফেলার পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতের অশেষ ক্ষমতা রয়েছে করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার।’ হু-র ডিরেক্ট জেনারেল তেদরস আদহানম ঘেবরেয়িসাস জানান, করোনা প্যানডেমিক দ্রুতগতিতে বেড়ে চলেছে। তবে এর গতি রোধ করা সম্ভব।
করোনা ভাইরাসের ভয়াল ত্রাসে আতঙ্কিত গোটা বিশ্ব। ইতিমধ্যে বিশ্বে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। করোনায় ভারতে মৃতের সংখ্যা বেড়ে হল ১২। এর মধ্যে ১০ জন ভারতীয় এবং ২ জন বিদেশী। অন্যদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ঠিকমতো লকডাউন কার্যকর করতে পারলে সংক্রমণকে নিয়ন্ত্রণে আনা যাবে। আইসিএমআর সূত্রে খবর, ১৯ হাজার ৮১৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে, করোনায় সংক্রমিত হওয়া ৪৭১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।