ডিজিটাল ডেস্ক: ভারত কাতার বিশ্বকাপ ফুটবলে না খেলতে পারলেও ভারতের বুকে কিন্তু বিশ্বকাপ ফুটবলের আয়োজন করা হচ্ছে এবং ভারত সেখানে খেলবেও। ভারতে বসতে চলেছে মহিলাদের বিশ্বকাপ (Women’s World Cup) ফুটবলের আসর। চলতি বছরের অক্টোবরে এই খেলা হবার কথা। ইতিমধ্যে ১৬ টি দলকে চারটি গ্রুপে ভাগ করে বিশ্বকাপ ড্র আয়োজিত হয়েছে। ভারত গ্রুপ ‘এ’তে জায়গা করেছে। তার সঙ্গে রয়েছে আমেরিকা, মরক্কো এবং ব্রাজিল। জানা যাচ্ছে, আগামী ১১ ই অক্টোবর ভুবনেশ্বরে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত আমেরিকার বিরুদ্ধে। এর পর ১৪ ই অক্টোবর মরক্কো এবং ১৭ ই অক্টোবর ব্রাজিলের বিপক্ষে খেলবে ভারতের মহিলা ফুটবলাররা। এছাড়াও ‘বি’তে রয়েছে নাইজেরিয়া, জার্মানি, চিলি এবং নিউজিল্যান্ড। গ্রুপ ‘সি’তে রয়েছে স্পেন, মেস্কিকো, কলম্বিয়া ও চিন। আর গ্রুপ ‘ডি’ তে রয়েছে কানাডা, তানজানিয়া, জাপান ও ফ্রান্স। তবে গ্রুপ লীগে ভারত যথেষ্ট শক্তিশালী দলের সঙ্গে পড়েছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে ভারত কেমন পারফরম্যান্স করবে সেটাই দেখার। তবে এই মহিলা বিশ্বকাপ ফুটবলের আসর নিয়ে ইতিমধ্যেই বাড়ছে কৌতুহল।
এআইএফএফ মামলার দ্রুত শুনানি চায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে আর্জি
নিউজ ব্যুরো: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-কে নির্বাসিত করেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ সংস্থার এই সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে দেশের ফুটবল মহলে।...
Read more