ডিজিটাল ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার বিশ্ব দাবা অলিম্পিয়াডের আসরের জায়গা বদলে গেল। কথা ছিল, রাশিয়ায় বসবে বিশ্ব দাবা অলিম্পিয়াডের আসর। কিন্তু শেষমেষ জানা গিয়েছে, রাশিয়াতে নয়, ২০২২ এর বিশ্ব দাবা অলিম্পিয়াড হতে চলেছে ভারতে। ভারতীয় দাবা সংস্থার পক্ষ থেকে এ কথার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে এবং জানানো হয়েছে, চেন্নাইতে এই প্রতিযোগিতা হবে। ২০২২ সালে হতে চলেছে ৪৪ তম দাবা অলিম্পিয়াড। আগামী ২৬ শে জুলাই থেকে ৮ ই আগস্ট পর্যন্ত ভারতে এই প্রতিযোগিতা হবে। চেন্নাই রাজ্যের পক্ষ থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন অলিম্পিয়াড আয়োজনের দায়িত্ব পেয়ে অত্যন্ত খুশি হয়ে জানিয়েছেন, ভারতের দাবার রাজধানীতেই হতে চলেছে দাবার অলিম্পিয়াড। আর কিছুদিনের মধ্যেই চেন্নাইতে বিশ্ব বিখ্যাত দাবাড়ুদের সমাগম হতে চলেছে।
আরও পড়ুন: সুদের টাকা নগদে দেবে না পোস্ট অফিস