উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) ২০২০-তে ভারত ১০৭টি দেশের মধ্যে ৯৪ তম স্থানে রয়েছে। ভারতের স্কোর ২৭.২। এই রকম স্কোর করা দেশগুলিকে জিএইচআই সূচকে ‘সিরিয়াস’ ক্যাটেগরিতে রাখা হয়েছে।
গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ভারতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান (৮৮), বাংলাদেশ (৭৫), নেপাল (৭৩) এবং শ্রীলঙ্কা (৬৪)। ভারতের পরে রয়েছে নাইজেরিয়া (৯৮), আফগানিস্তান (৯৯), রোয়ান্ডা (৯৭)। গত বছর ১১৭টি দেশের মধ্যে ১০২ নম্বর স্থানে ছিল ভারত। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ও অন্যান্য সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে এই সমীক্ষা চালানো হয়েছে।
- Advertisement -