নয়াদিল্লি: ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে করোনা (corona)সংক্রমণ। সংক্রমণমুক্ত হওয়ার পথে দেশ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২৫৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭০৫ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৫ হাজার ৩৭৮।
এদেশে সংক্রমণ কমলেও ফের করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে চিনে। সাংহাইয়ে সংক্রমণের মাত্রা এতটাই বেশি, যে সেখানে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে চিন সরকার। সাংহাইয়ের পুডং সহ আশপাশের এলাকাগুলিতে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের দ্বিতীয় পর্বে হুয়াংপু নদীর পশ্চিমে বিস্তীর্ণ এলাকায় শুক্রবার থেকে পাঁচদিনের লকডাউন শুরু হবে।
India registers 1,259 new #COVID19 cases, 35 deaths, and 1,705 recoveries, in the last 24 hours; Active cases stand at 15,378 pic.twitter.com/ZB8Y8aG4l1
— ANI (@ANI) March 29, 2022