নয়াদিল্লি: দেশে বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে দৈনিক করোনা (Corona) সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry) রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৫৬৯ জনের সংক্রমণ ধরা পড়েছে। সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪৬৭ জন। ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়ে দেশে মৃত্যু হয়েছে ১৯ জনের। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬ হাজার ৪০০টি। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
#COVID19 | India reports 1,569 fresh cases, 2,467 recoveries, and 19 deaths in the last 24 hours.
Total active cases are 16,400. Daily positivity rate (0.44%) pic.twitter.com/mQLqgVqxdg
— ANI (@ANI) May 17, 2022