নয়াদিল্লি: দেশে ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনা(corona)। মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ২৩৩ জনের সংক্রমণ ধরা পড়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩৪৫ জন। ২৪ ঘণ্টায় করোনায় সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২৮ হাজার ৮৫৭টি।
এদিকে, মহারাষ্ট্রে সংক্রামিতের সংখ্যা বাড়ছে। সোমবার সেই রাজ্যে নতুন করে করোনায় সংক্রামিত হন ১,০৩৬ জন, যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ। সংক্রমণ রুখতে মহারাষ্ট্র সরকার প্রয়োজনীয় পদক্ষেপের চিন্তাভাবনা করছে। ফের বিধিনিষেধ চালু করা হবে কিনা বা মাস্ক বাধ্যতামূলক করা হবে কিনা, সেসব বিষয় খতিয়ে দেখছে রাজ্য সরকার।
#COVID19 | India reports 5,233 fresh cases, 3,345 recoveries, and 7 deaths in the last 24 hours.
Total active cases are 28,857 pic.twitter.com/2tFODtK1se
— ANI (@ANI) June 8, 2022
আরও পড়ুনঃ Terrible Fire in Delhi’s Jamianagar | জামিয়ানগরে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু ই-রিকশা