নয়াদিল্লি: দেশে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে দৈনিক করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৯৯০ জন করোনায় সংক্রামিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৯০ জনের। করোনাকে জয় করে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ১১৬ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ১ লক্ষ ৫৪৩টি।
COVID19 | India reports 6,990 new cases, 190 deaths & 10,116 recoveries in the last 24 hours; Active caseload at 1,00,543: Ministry of Health and Family Welfare
Total Vaccination : 1,23,25,02,767 pic.twitter.com/57jOpR7pED
— ANI (@ANI) November 30, 2021