নয়াদিল্লি: ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে দেশে ৭০ হাজারের ঘরে দৈনিক করোনা(CORONA) আক্রান্তের সংখ্যা। মঙ্গলবারের তুলনায় বুধবার ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ৭১ হাজার ৩৬৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গতকাল সেই সংখ্যাটা ছিল ৬৭ হাজার ৫৯৭। গতকালের তুলনায় মৃতের সংখ্যাও কিছুটা বেড়েছে। একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ২১৭ জনের। গতকাল মৃতের সংখ্যা ছিল ১ হাজার ১৮৮।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭২ হাজার ২১১ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৮ লক্ষ ৯২ হাজার ৮২৮টি। দেশে করোনার বলি হয়েছেন মোট ৫ লক্ষ ৫ হাজার ২৭৯ জন। পজিটিভিটি রেট ৪.৫৪ শতাংশ।
India reports 71,365 fresh #COVID19 cases, 1,72,211 recoveries and 1,217 deaths in the last 24 hours.
Active cases: 8,92,828 (2.11%)
Death toll: 5,05,279
Daily positivity rate: 4.54%Total vaccination: 1,70,87,06,705 pic.twitter.com/9rtuxfM4dj
— ANI (@ANI) February 9, 2022
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে একহাত নিলেন রাহুল গান্ধী