নয়াদিল্লি: সফল হল ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ। বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীর স্টিলথ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এই ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। জানা গিয়েছে, সমুদ্র থেকে সমুদ্রে আঘাত হানতে সক্ষম এই মিসাইল সর্বোচ্চ যে দূরত্ব পর্যন্ত যেতে পারে, সেটাই পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষা সফল হয়েছে।
ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। এই ধরনের মিসাইল সাবমেরিন, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ বা ভূমি থেকে উৎক্ষেপণ করা যায়। এই মিসাইল শব্দের প্রায় তিন গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে। এদিন ব্রহ্মোস মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার পরেই টুইট করে ভারতীয় নৌবাহিনী ও ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।