সমীর দাস, জয়গাঁঃ করোনা সংক্রমণ নিয়ে যখন বিশ্বব্যাপি বিপর্যয় চলছে ঠিক সেই মুহূর্তে ভুটানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে উদ্যোগ নিল ভারত। করোনা সংক্রমণ ঠেকাতে ভারত সরকারের তরফে ভুটানে পাঠানো হল হাইড্রক্সি ক্লরোকুইন ট্যাবলেট। এছাড়া প্যারাসিটামল সহ অন্যান্য ওষুধও পাঠানো হয়েছে।
শনিবার জয়গাঁয় ভুটান গেট দিয়ে ভারতীয় সামরিক বাহিনীর তিন ট্রাক বোঝাই ওষুধ ভুটান প্রশাসনের কাছে পাঠান এসএসবির জয়গাঁ শাখার আধিকারিক নিরাজ কুমার।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, ভারতের তরফে ২০ হাজার হাইড্রক্সি ক্লরোকুইন ট্যাবলেট, প্রায় ১ লক্ষ ৫০ হাজার প্যারসিটামল ও অন্যান্য ওষুধ ভারত-ভুটান সীমান্ত ফুন্টশোলিংয়ে পাঠানো হয়েছে। এসএসবি ৫৩ ব্যাটেলিয়ানের কমান্ডান্ট অরবিন্দ কুমার বলেন, ‘ভারত সরকারের নির্দেশ অনুযায়ী ওই ওষুধ ভারতের সামরিক বাহিনীর তিনটি ট্রাকে করে সেদেশে পাঠানো হয়।’
করোনা সংক্রমণ ঠেকাতে ভারত সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভুটান সরকার। ভারতে তৈরি হাইড্রক্সি ক্লোরোকুইন ট্যাবলেট বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠানো শুরু করেছে সরকার। এই ওষুধ পাঠানো নিয়ে শুরুতে মার্কিন রাষ্ট্রপতির হুমকির মুখেও পড়তে হয়েছে ভারত সরকারকে। যদিও আমেরিকা ছাড়াও বিশ্বের নানা দেশে ওই ওষুধের চাহিদা মেটাচ্ছে ভারত।