উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টির পর এ বার এক দিনের ক্রিকেটেও শীর্ষ স্থানে চলে এল ভারত। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পরেই আইসিসির ক্রমতালিকায় চলে এল টিম ইন্ডিয়া। এই মুহূর্তে ভারতীয় দল সীমিত ওভারের দুটি ফর্ম্যাটেই এক নম্বরে। বিশ্বকাপের আগে যথেষ্টই রোহিতদের মনোবল বাড়বে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমী মহল।
https://twitter.com/ICC/status/1617909126482255872?s=20&t=E1tg18Y1u-UbY9UrS5oAmw
প্রথম ম্যাচে ভারতের কাছে হারতেই শীর্ষস্থান হাতছাড়া হয়েছিল কিউইদের। পয়েন্টের নিরিখে ক্রমপর্যায়ের শীর্ষ তালিকায় উঠে এসেছিল ইংল্যান্ডের নাম। কিউইদের হোয়াইটওয়াশ করতেই ইংল্যান্ডকে ফেলে এদিন আইসিসির শীর্ষ স্থান দখল করে নিল ভারত।
মঙ্গলবারের ম্যাচের আগে আইসিসি র্যাঙ্কিংয়ে ভারত, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড, তিন দলেরই র্যাঙ্কিং পয়েন্ট ছিল ১১৩। এখন ভারতের পয়েন্ট ১১৪। ইংল্যান্ডের একই পয়েন্ট থাকল। ১১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল অস্ট্রেলিয়া। ১১১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেল নিউজিল্যান্ড।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড! রোহিত-গিলের দাপটে ৯০ রানে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া