ডিজিটাল ডেস্ক : বরাবরই ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে থাকে দর্শকদের। আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ দিনের টেস্ট ম্যাচ। বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। নিউজিল্যান্ডকে হারানোর পর এবার ইংল্যান্ডের মুখোমুখি ইন্ডিয়া। ইতিমধ্যেই প্রথম একাদশ বেছে নিয়েছে ইংল্যান্ড। প্রসঙ্গত ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের কোচ হবার পর ফিরিয়ে এনেছেন জেমস অ্যান্ডারসনকে। এবং দলে ফিরে এসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে ১১ টি উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। এছাড়াও ভারতের বিরুদ্ধে খেলতে ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন স্যাম বিলিংস। ইংল্যান্ডের টেস্ট দলে কারা রয়েছেন জেনে নেওয়া যাক। প্রথম একাদশে রয়েছেন, অ্যালেক্স লিজ, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেট কিপার), ম্যাথিউ পটস, স্টুয়ার্ড ব্রড, জ্যাক লিচ ও জেমস অ্যান্ডারসন। এই আগুনে দল নিয়ে এবার ভারতের বিরুদ্ধে কেমন খেলে ইংল্যান্ড, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমী দর্শকদের।
আরও পড়ুন : উইম্বলডন টেনিসে বড় অঘটন ঘটিয়ে বিদায় নিলেন অ্যান্ডি মারে