Friday, March 29, 2024
HomeBreaking NewsIndia vs England 3rd Test | চতুর্থ দিনেই শেষ তৃতীয় টেস্ট, ৪৩৪...

India vs England 3rd Test | চতুর্থ দিনেই শেষ তৃতীয় টেস্ট, ৪৩৪ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত    

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চার দিনেই শেষ হয়ে গেল ভারত ইংল্যান্ডের তৃতীয় রাজকোট টেস্ট। ৫৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ড। মাত্র ১২২ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ৪৩৪ রানে ম্যাচ জিতলেন রোহিত শর্মারা। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৫ উইকেট নেন জাদেজা। রেকর্ড রানে তৃতীয় টেস্ট ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ ২-১ এগিয়ে গেল ভারত।

তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটে-বলে দাপট দেখাল ভারত। ৫৫৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরুতেই মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসের শতরানকারী বেন ডাকেট রান আউট হন। রান পাননি জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট ও জনি বেয়ারস্টো। মাত্র ৫০ রানেই ৭ উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। রবীন্দ্র জাডেজা ও কুলদীপের স্পিন জুটি নাস্তানাবুদ করে ছাড়েন ইংরেজ ব্যাটারদের। অষ্টম উইকেটে কিছুটা জুটি বাঁধেন বেন ফোকস ও টম হার্টলি। কিছুটা স্কোরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মার্ক উড। সর্বোচ্চ ৩৩ রান করেন মার্ক উড। বাকিরা কেউ ২০ রানের গণ্ডিও স্পর্শ করতে পারেননি। তাতে অবশ্য জয় আটকায়নি। ম্যাচ জিতেই মাঠ ছাড়েন রোহিতেরা।

দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি ভারতকে পৌঁছে দেয় রানের পাহাড়ে। শুভমন গিলের ৯১ এবং সরফরাজ খানের হাফ সেঞ্চুরিতে ভারতের রান দাঁড়ায় ৪৩০। এরপরই ইনিংস ডিক্লেয়ার করে ভারত। দুই ইনিংস মিলিয়ে ৫৫৭ রানের লিড নেয় ভারত। মায়ের অসুস্থতার কারণে ম্যাচের মাঝেই বাড়ি ফিরেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বাড়ির সমস্যা কিছুটা মিটিয়েই এদিনই দলের সঙ্গে যোগ দেন। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ ওভার বোলিংয়ে সুযোগ পেলেন। ৩টি মেডেন সহ ১৯ রান দিয়ে ১ উইকেটও নিলেন অশ্বিন। মাত্র ৪১ রান দিয়ে বিপক্ষের ৫টি উইকেট তুলে নেন জাদেজা। দুই ইনিংসের জাদেজার প্রাপ্তি ৭ উইকেট।

ভারতের ৯২ বছরের টেস্ট ইতিহাসে কখনও এত বেশি রানে জেতেনি টিম ইন্ডিয়া। এতদিন টেস্টে রানের বিচারে ভারতের সবথেকে জয় এসেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২০২১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩৭২ রানে জিতেছিল ভারত। সেই তালিকার তিন নম্বরে আছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ২০১৫ সালে দিল্লিতে ৩৩৭ রানে প্রোটিয়াদের হারিয়েছিল ভারত। চতুর্থ স্থানে আছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে। ২০১৬ সালের সেই টেস্টে জয়ের ব্যবধান ছিল ৩২১ রান। আর পাঁচ নম্বরে আছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট। ২০০৮ সালে মোহালিতে ৩২০ রানে জিতেছিল ভারত। সব রেকর্ড ভেঙে রাজকোট টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতল ৪৩৪ রানে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular