India vs England 2021: করোনা আতঙ্কে বাতিল পঞ্চম টেস্ট

250
ছবি : সংগৃহীত

Online Desk: ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট বাতিল হল। সিরিজের শেষ ম্যাচ হওয়া নিয়ে আগেই জল্পনা শুরু হয়েছিল। ভারতীয় ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পর শুক্রবার টেস্ট শুরু হওয়ার সম্ভাবনা বাড়লেও এদিন টেস্ট বাতিল হয়ে যায়। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ভারতীয় শিবিরে করোনার প্রকোপ বাড়ায় ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করে দেওয়া হয়েছে। সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছে তারা।

- Advertisement -

প্রসঙ্গত, গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমার। তাঁর সংস্পর্শে এসেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পুজারারা। ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।