উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার থেকে তিরুবনন্তপুরমে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ সিরিজ খেলতে নামছে রোহিত শর্মার ভারত। দুর্বল বোলিং চিন্তায় রাখছে রোহিতদের। বিশ্বকাপের আগে বোলিং-ফিল্ডিংয়ের খামতি মিটিয়ে নেওয়াই লক্ষ্য মেন ইন ব্লু’র। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সিরিজ জিতলেও ডেথ ওভারের বোলিং উন্নত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন অধিনায়ক রোহিত। বিশ্বকাপের আগে সেই সমস্ত খামতি পূরণ করাই এখন চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার।
এশিয়া কাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারত। এশিয়া কাপের সুপার ফোর পর্ব থেকে ধরলে ভারত এখনও অবধি জিতেছে তিনটি ম্যাচে। পরাজয়ও তিনটিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ ২০ ওভারের ফর্ম্যাটের সিরিজ জয়কেই পাখির চোখ করেছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। এই ক্যালেন্ডার বর্ষে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুটি দল এর আগে জানুয়ারিতে এবং তারপর জুনে মুখোমুখি হয়েছিল। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের সময় ওডিআই সিরিজ হেরেছিল ভারত, যেখানে জুনে টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছিল।
এশিয়া কাপে ভারত মুখ থুবড়ে পড়লেও সম্প্রতি অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতে কিছুটা হলেও মনোবল বেড়েছে রোহিতদের। অন্যদিকে, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকারও মনোবল তুঙ্গে। ফলে ভারত-দক্ষিণ আফ্রিকার এই সিরিজ উত্তেজক হতে চলেছে। দুই দলই ভালো ফর্মে আছে এবং ইতিবাচক ফলাফলের দিকে তাকিয়ে থাকবে। শেষবার যখন দুটি দল মুখোমুখি হয়েছিল, তখন ভারত কয়েকজন সিনিয়র খেলোয়াড়, যেমন কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহকে ছাড়াই খেলেছিল। তবে এবার ভারত পূর্ণ-শক্তির স্কোয়াড নিয়ে নামছে।
বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ফর্মে আছেন এবং তাঁরা সম্প্রতি কিছু ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। তবে পান্ডিয়ার অনুপস্থিতি ভারতকে কিছুটা বেগ দিতে পারে। বোলিং বিভাগে অক্ষর প্যাটেলের দিকে নজর থাকবে। দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসের পাশাপাশি ফর্মে থাকা রিজা হেন্ড্রিক্স তাত্পর্যপূর্ণ পারফর্ম্যান্স করতে পারেন।
তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২০ ওভারের ফর্ম্যাটে মাত্র দুটি খেলার আয়োজন করা হয়েছে। এই স্টেডিয়ামে শেষ ম্যাচটি ২০১৯ সালে খেলা হয়েছিল। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথমে ব্যাট করা দল হয়তো খুব বেশি সহায়তা পাবে না। ১৭০-এর কাছাকাছি বা তার বেশি স্কোর হলে লড়াইয়ে থাকবে প্রথমে ব্যাট করা দল। এদিকে, জসপ্রীত বুমরাহকে দলে ফেরানোয় ভারতের বোলিং আক্রমণ শক্তিশালী হয়েছে। অক্ষর প্যাটেল দুর্দান্ত খেলছেন। পান্ডিয়া বিশ্রাম পাওয়ায় পান্থ হয়তো একাদশে জায়গা পেতে পারেন। ভুবনেশ্বর কুমারের জায়গা নিতে পারেন অর্শদীপ সিং।
আরও পড়ুন : কট্টরপন্থী সংগঠন পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের