ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি দ্বিতীয় ও শেষ ম্যাচেও আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ভারত। টিম ইন্ডিয়া ৪ রানে ম্যাচ জিতে নেয়। প্রথম থেকে অবশ্য ভারতের শুরুটা খুব একটা সহজ ছিল না। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কুড়ি ওভারে ৭ উইকেটে ২২৭ রান করে ইন্ডিয়া। ১৩ রানে প্রথম উইকেট পড়ে যায় ভারতের। ৩ রান করে আউট হয়ে যান ঈশান কিশান। এরপর ময়দানে নামেন সঞ্জু স্যামসন। দীপক হুডার সঙ্গে মিলে তিনি রীতিমতো বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন। জোড়া ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ডের বোলাররা। পাওয়ার প্লে শেষের আগেই ৫০ রান করে দেন ভারতের হয়ে সঞ্জু-হুডা জুটি। মোট ১৫০ রানের পার্টনারশিপ করেন দীপক হুডা এবং সঞ্জু স্যামসন মিলে। আয়ারল্যান্ডের সামনে ভারত লক্ষ্যমাত্রা দেয় ২২৮ রানের। আয়ারল্যান্ডও পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বিধ্বংসী ব্যাটিং শুরু করে দেয়। এরপর একের পর এক আইরিশ ব্যাটসম্যান রান যোগ করতে থাকেন। জয়ের প্রায় দোরগোড়ায় যখন আয়ারল্যান্ড পৌঁছে যায়, সেসময় উমরান মালিক শেষ ওভারে অনবদ্য বোলিং করে ভারতকে চার রানে জয় এনে দেন। স্বাভাবিকভাবেই ডাবলিনের এই জয় ভারতের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।
বিরাট কোহলির পাকিস্তানি ভক্ত ঘটিয়ে ফেললেন দুঃসাহসিক কাজ
ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় পতাকা তোলার দুঃসাহস দেখালেন সেখানকারই এক নাগরিক উমর দ্রাজ। জানা গিয়েছে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার...
Read more