শ্রীনগর: প্রবল তুষারপাত জম্মু ও কাশ্মীরে। বরফের চাদরে ঢেকে গিয়েছে গোটা শহর। বরফে ঢাকা রাস্তা পেরিয়ে তুষারপাতে আটকে পড়া অন্তঃসত্ত্বাকে কাঁধে করে হাসপাতালে পৌঁছোলেন ভারতীয় সেনাবাহিনী। জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ জম্মু-কাশ্মীরের বারামুল্লার তেহশিলের ঘাগ্গর এলাকায় ব্যাপক তুষারপাত হয়। এই পরিস্থিতিতে বাড়ি থেকে বেরোনো অসম্ভব। সেই মুহূর্তে বাড়িতে থাকা এক অন্তঃসত্ত্বার শরীর অত্যন্ত খারাপ হয়ে যায়। চিকিৎসকের কাছে তাঁকে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। তড়িঘড়ি খবর দেওয়া হয় ভারতীয় সেনাকে। এরপরই ভারতীয় সেনার উদ্ধারকারী দল অন্তঃসত্ত্বার বাড়িতে পৌঁছোয়। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক দেখে স্ট্রেচারের ব্যবস্থা করা হয়।
এরপর ওই মহিলাকে স্ট্রেচারে শুইয়ে হাঁটতে শুরু করেন উদ্ধারকারী দলের সদস্যরা। প্রায় সাড়ে ৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় অন্তঃসত্ত্বাকে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ রয়েছেন ওই মহিলা। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভারতীয় সেনার এই অসামান্য কাজের জন্য কুর্নিশ জানাচ্ছেন সকলে।
আরও পড়ুন : করোনায় আক্রান্ত বিজেপি সাংসদ, রয়েছে জোরাল উপসর্গ
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial