শ্রীনগর ও নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে জম্মু ও কাশ্মীরে উড়ল জাতীয় পতাকা। বুধবার পুঞ্চের নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন সেনারা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া বারামুলায় মোতায়েন সেনারাও জাতীয় পতাকা উত্তোলন করেছেন। বেশ কয়েকদিন ধরেই কাশ্মীরে ভারী তুষারপাত হচ্ছে। বিশেষ করে পুঞ্চ ও বারামুলার নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকা বরফের পুরু চাদরে ঢেকে গিয়েছে। তার মধ্যেও কর্তব্যে অবিচল ভারতীয় সেনা জওয়ানরা। অনুপ্রবেশ বা বৈদেশিক শত্রুর আক্রমণ রুখতে সীমান্তে সবসময় কড়া নজর রেখে চলেছেন তাঁরা।
অন্যদিকে, বুধবার যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হয়েছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। এই দিনেই ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এদিন দিল্লিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যরা। কোভিডবিধি মেনে কম সংখ্যক দর্শকের উপস্থিতিতে সমস্ত অনুষ্ঠান হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে প্যারেড শুরু হয়। এরপর একে একে বিভিন্ন মন্ত্রক ও রাজ্যের ট্যাবলো প্রদর্শিত হয়। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ছবি তুলে ধরেন শিল্পীরা।
J&K: Indian Army jawans, deployed at LoC in Poonch, unfurled the national flag on #RepublicDay pic.twitter.com/UY8UHL8phF
— ANI (@ANI) January 26, 2022
অন্যদিকে, প্রজাতন্ত্র দিবসে শত্রুর বুকে কাঁপুনি ধরিয়ে দিল্লির আকাশে শক্তি প্রদর্শন করে রাফায়েল, মিগ ২৯, সুখোই ৩০ এমকেআই, জাগুয়ার যুদ্ধবিমান। ‘ফ্লাইপাস্ট’-এ ভারতের ৭৫টি যুদ্ধবিমান অংশগ্রহণ করে। আর দিল্লির রাজপথে ক্ষমতা প্রদর্শন করে সেঞ্চুরিয়ন ট্যাংক, পিটি-৭৬, এমবিটি অর্জুন এমকে-ওয়ান এবং এপিসি টোপাজ।
Jammu and Kashmir: Indian Army jawans, deployed at LoC in Baramulla, unfurled the national flag on #RepublicDay pic.twitter.com/6bNaLX9cBv
— ANI (@ANI) January 26, 2022