শ্রীনগর: জানুয়ারিতে প্রতিবছরই বরফের চাদরে ঢেকে যায় জম্মু ও কাশ্মীর। এবছরও নিয়ন্ত্রণ রেখায় থাকা পুঞ্চের বিভিন্ন পার্বত্য এলাকা বরফের পুরু চাদরে ঢেকে গিয়েছে। আর তার মধ্যেই দেশ রক্ষার কাজে অবিচল ভারতীয় সেনা জওয়ানরা। অনুপ্রবেশ বা জঙ্গি হানা রুখতে নিয়ন্ত্রণ রেখায় সব সময় কড়া নজর রাখছেন তাঁরা। বরফের পুরু আস্তরণ ভেদ করেই এগিয়ে চলেছেন সেনা জওয়ানরা। যেকোনও পরিস্থিতিতে দেশ রক্ষায় বদ্ধপরিকর তাঁরা।
Jammu & Kashmir | Indian Army patrols in heavy snow at higher reaches in Poonch pic.twitter.com/nG94wpZA26
— ANI (@ANI) January 19, 2022