উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: গালওয়ান উপত্যকায় তেরঙ্গা হাতে ভারতীয় সেনা জওয়ানরা। মঙ্গলবার এমনই কিছু ছবি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। ছবি শেয়ার করার পাশাপাশি তিনি লিখেছেন, নতুন বছরে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার বীর জওয়ানরা।
প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, বরফের চাদরে মোড়া চারিদিক। হাড়হিম করা ঠান্ডার মাঝে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় সেনার প্রায় ৩০ জন জওয়ান। একটি ছবিতে দেখা গিয়েছে, চারজন জওয়ান তেরঙ্গা ধরে রয়েছেন। অন্য একটি ছবিতে দেখা গিয়েছে, সেনা জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন একটি ছাউনির সামনে। আর সেই ছাউনির সামনেই উত্তোলিত হয়েছে তেরঙ্গা। সূত্রের খবর, সেনা জওয়ানরা ডোগরা রেজিমেন্টের।
প্রসঙ্গত, সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের লাল ফৌজের তরফে চিনা জাতীয় পতাকা উত্তোলনের ভিডিও প্রকাশ্যে আসে। দাবি করা হয়েছিল, গালওয়ান উপত্যকার নিকটবর্তী এলাকা থেকে চিনের মানুষদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন পিএলএ-র জওয়ানরা। তবে ভারতীয় সেনাদের তরফে ছবি প্রকাশ হতেই স্পষ্ট হয় চিনের লাল ফৌজের তরফে প্রকাশ ভিডিও ভুয়ো। স্বাভাবিকভাবেই তুষারাবৃত গালওয়াল উপত্যকায় নিজেদের উপস্থিতির জোরালো প্রমাণ দিল ভারতীয় সেনা বাহিনী তা বলা বাহুল্য।