বালুরঘাট: ভারতে মাদক পাচারে যুক্ত এক বাংলাদেশি নাগরিকের কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। বুধবার বালুরঘাট(Balurghat) আদালতের অতিরিক্ত দায়রা বিচারক (তৃতীয় কোর্ট) তথা বিশেষ কোর্ট (এনডিপিএস)-এর এজলাসে ওই মামলার রায় দান করা হয়। জানা গিয়েছে, গত ২০২০ সালের পয়লা ডিসেম্বর বাংলাদেশি নাগরিক ফিরদৌস হাসান ওরফে মোঃ সারদৌস হাসান অবৈধভাবে ভারতে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ে। তার কাছে পাচার সামগ্রীও উদ্ধার হয়েছিল। ওই মামলাতেই এদিন বিচারক রায় দান করেন।
বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, এদিন ওই ব্যক্তিকে বিচারক তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ছয় মাস কারাবাসের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই সাজার মেয়াদ শেষ হলে ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশ ব্যাকের জন্য পদক্ষেপ নিতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ছাদ থেকে পড়ে মৃত্যু রাজমিস্ত্রির