সিডনি: এ এক অন্যরকম জেতা। খেলার মাঠে অস্ট্রেলিয়া জিতলেও গ্যালারিতে অস্ট্রেলিয়ান যুবতীর মন জিতলেন ভারতীয় যুবক। খেলার মাঝেই প্রেম নিবেদনের দৃশ্য আগেও একাধিক বার দেখা গিয়েছে বিভিন্ন স্টেডিয়ামে। রবিবার সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন আরও একবার দেখা গেল সেই দৃশ্য। ভারতীয় দলের ব্যাটিংয়ের সময় ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচ চলছিল। সেসময় এক অস্ট্রেলিয়ান তরুণীর আঙুলে আংটি পরিয়ে প্রেম নিবেদন করেন ভারতীয় যুবক। প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেন তরুণী। প্রেম নিবেদনের সেই ভিডিওই বর্তমানে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে।
Finally an Indian has won something in Australia on this tour .#AUSvIND pic.twitter.com/6KusQXbL5P
— Abhishek Singh (@abhis1ngh) November 29, 2020
অন্যদিকে, এদিন দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজ খুইয়েছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৫০ ওভারে ৪ উইকেটে অস্ট্রেলিয়া ৩৮৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৮ রানে আটকে যায় ভারতের ইনিংস। ৫১ রানে ম্যাচ হারেন বিরাটরা। তবে ভারত ম্যাচ হারলেও লাইম লাইট কেড়ে নিয়েছেন ওই অস্ট্রেলিয়ান তরুণী ও ভারতীয় যুবক। ভারতীয় যুবকের প্রেম নিবেদন ও তাঁর প্রেমে তরুণীর সাড়া দেওয়ার ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।