কোচি: ভারতীয় নৌসেনা পেল তার প্রথম ব্যাচের তিন মহিলা পাইলট। মেরিটাইম রিকনেসঁস মিশনের অন্তর্গত ডোর্নিয়ের এয়ারক্রাফ্ট ওড়াবেন লেফট্যানেন্ট শুভাঙ্গি স্বরূপ, লেফট্যানেন্ট দিব্যা শর্মা এবং লেফট্যানেন্ট শিবাঙ্গি।
#harkaamdeshkenaam
First batch of 03 women pilots of @indiannavy operationalised as MR pilots on Dornier a/c as they complete Dornier ops flg training (DOFT) with 03 male counterparts at INS Garuda, #SNC, #Kochi on 20 Oct 20.@SpokespersonMoD @DefenceMinIndia pic.twitter.com/tJFDg1vTgq— PRO Defence Kochi (@DefencePROkochi) October 22, 2020
মোট ৬ জন পাইলটকে ২৭ তম ডোর্নিয়ের অপারেশনাল ফ্লায়িং ট্রেনিং কোর্স করা হয়েছে। জানা গিয়েছে, ডোর্নিয়ের অপারেশনাল ফ্লায়িং ট্রেনিং কোর্স করার আগে এই তিন মহিলা পাইলটকে ভারতীয় বায়ু সেনা এবং ভারতীয় নৌসেনার কাছে প্রাথমিক ফ্লায়িং প্রশিক্ষণ নিতে হয়েছে। মহিলা পাইলটদের ডোর্নিয়ের অপারেশনাল ফ্লায়িং ট্রেনিং ২০ অক্টোবর কেরালার কোচি শহরে আইএনএস গারুদায় শেষ হয়েছে। এই কোর্স শেষ করার পর তাঁরা পূর্ণ মাত্রায় মেরিটাইম রিকনেসঁস পাইলট। ২২ অক্টোবর আইএনএস গারুদায় হওয়া বিশেষ অনুষ্ঠানে তাঁদের স্বীকৃতি দেওয়া হয়েছে।