ডিজিটাল ডেস্ক : কে বলেছে ভারতের অস্কার নেই এ বছর! অস্কার মঞ্চে এক ভারতীয় আছেন তো। নমিত মালহোত্রা নাম তাঁর। পরিচালক ডেনিস ভিলেনিউভস-এর কল্পবিজ্ঞান ছবি ‘ডুন’ এবছর ছ-ছটা অস্কার জিতেছে। তার একটা অস্কারে কিন্তু নমিতের অবদানও রয়েছে।
কেমন অবদান? ‘ডুন’ তার স্পেশাল ভিজুয়াল এফেক্টসের জন্য যে অস্কার পেয়েছে, সেই পুরস্কারের সঙ্গে জড়িয়ে আছেন নমিত। এ ছবির ভিএফএক্স-এর কাজ যারা করেছে, তাদের মধ্যে রয়েছে নমিতের নিজস্ব কোম্পানি ডিএনইজি। কোম্পানিটি লন্ডনে।
শুধু এই ছবি নয়, ড্যানিয়েল ক্রেগের ‘নো টাইম টু ডাই’ যদি অস্কার পেয়ে যেত, তাহলেও তা নমিতের প্রাপ্তি হত। কারণ সেখানেও ভিএফএক্স তাঁর কোম্পানির। অবশ্য এই প্রথম নয়। নমিত মালহোত্রা কিন্তু তাঁর প্রযুক্তি নিয়ে এর আগেও একাধিকবার অস্কার জয়ে শামিল হয়েছিলেন। তাঁর সেই স্মরণীয় প্রযুক্তির আকাডেমি পাওয়া কাজগুলো ‘টেনেট’, ‘ইনসেপশন’, ‘ইনটারস্পেলর’, ‘এক্স মেশিনা’, ‘ফার্স্ট ম্যান’ এবং ‘ব্লেড রানার ২০৪৯’ ।
‘ডুন’ অস্কার পাওয়ার পর ভারতের তথ্যপ্রযুক্তি বিভাগের মন্ত্রী অনুরাগ ঠাকুর নিজে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন নমিত মালহোত্রা এবং তাঁর কোম্পানিকে।