আগরতলা, ৩০ জানুয়ারিঃ নোভেল করোনা ভাইরাসের শিকার হলেন এক ভারতীয় যুবক। মালয়েশিয়ার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ত্রিপুরার বিশালগড়ের বাসিন্দা মনির হোসেনের। মালয়েশিয়ার একটি রেস্তোরাঁয় কাজ করতেন মনির। কিছুদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন তিনি। পরে তাঁর রক্তে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলে। সিভিয়র অ্যাকিউট রেসপিরেটারি সিনড্রোমে আক্রান্ত হন মনির। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। মনিরের দেহ ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সংবাদমাধ্যম ও সরকারি আধিকারিকদের দ্বারস্থ হয়েছে তাঁর পরিবার। অন্যদিকে, চিনে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় সাত হাজার।
সাকেত মামলায় রাহুল ঘনিষ্ঠকে জেরা ইডির
নয়াদিল্লি: জেলবন্দি সাকেত গোখলের মামলায় এল নয়া মোড়। তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলের বিরুদ্ধে আনা আর্থিক তছরুপের অভিযোগে এবার শীর্ষ...
Read more