বেঙ্গালুরু, ১৩ মার্চঃ ভারতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের মৃত্যুর খবর মিলল। মঙ্গলবার রাতে কর্ণাটকের কালবুর্গি জেলায় ৭৬ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। তখনই চিকিৎসকরা সন্দেহ করেছিলেন হয়তো তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কর্ণাটক রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর বৃদ্ধের শরীরের নমুনা পরীক্ষা করে এই ব্যাপারে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে ওই ব্যক্তি ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে হায়দরাবাদে ফিরেছিলেন। হায়দরাবাদ বিমান বন্দরে তখন তাঁর স্ক্রিনিং করা হয়েছিল। কিন্তু সেই সময় ওই বৃদ্ধের শরীরে করোনার কোনও লক্ষণ দেখা যায়নি। কর্ণাটকের কালবুর্গির একটি হাসপাতালে ৫ মার্চ ভর্তি হন তিনি। ভর্তি হওয়ার সময় তাঁর হাঁপানি ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। কর্ণাটকের এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ওই বৃদ্ধের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের সকলের ওপর নজরদারি ও প্রয়োজনে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তেলেঙ্গানা সরকারকেও বিষয়টি জানানো হয়েছে।
এবারের বাজেটে আলাদা নজর রেলে, অর্থমন্ত্রীর ঘোষণা বিপুল বরাদ্দের
ডিজিটাল ডেস্ক : ২৪ এর লোকসভা নির্বাচনের আগে ২৩ এর কেন্দ্রীয় বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবারের বাজেটে...
Read more