ব্রিসবেন: শেষদিনে করতে হবে ৩২৪ রান। হাতে ১০ উইকেট থাকলেও পৃথিবীর দ্রুততম পিচে সামলাতে হবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স আর জোস হ্যাজেলউডের মতো তিনজনকে। তার উপর গাব্বায় কোনওদিন টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। এমন অবস্থায় ভারত ম্যাচ বাঁচালেই যথেষ্ট বলে মনে করেছিলেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদের একাংশ।
কিন্তু অন্য ভাবনা ছিল দুই তরুণ শুভমান গিল আর ঋষভ পন্থের। তাঁদের দাপটে গাব্বায় ৩ উইকেটে ম্যাচ জিতল ভারত। তিন দশকে প্রথম দেশ হিসেবে গাব্বায় ম্যাচ জিতে রেকর্ড ভারতের। একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে টানা দ্বিতীয় সিরিজ জিতল ভারত। ২০১৮-২০১৯ সালের মতো এবারও চার টেস্টের সিরিজে ভারত জিতল ২-১ ব্যবধানে। চলতি টেস্টে প্রথম ইনিংসে ৩৬৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ওয়াশিংটন সুন্দর আর শার্দূল ঠাকুরের সৌজন্যে ৩৩৬ করে ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ২৯৪ করে ৩২৭ রানের লিড নেয় অজিরা। চতুর্থ দিন বৃষ্টির জন্য খেলা শেষ হওয়ার সময় ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৪।
এদিন শুরুতেই রোহিত শর্মার (৭) উইকেট হারায় ভারত। এরপর শুভমানের (৯১) ইনিংস ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। কিন্তু শুভমান, আজিঙ্কা রাহানে (২৪) ও চেতেশ্বর পূজারার (৫৬) উইকেট হারলেও ম্যাচ ভারতের হাতেই ছিল। বাকি কাজটা করলেন পন্থ (৮৯ অপরাজিত)। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩২৯ করে ম্যাচ ও সিরিজ জিতল ভারত।