উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games ) প্রথমে জয় দিয়ে শুরু করলেও, কোয়ার্টার ফাইনালেই হতাশ করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। এবার টেবিল টেনিসে মণিকা বাত্রা পদক জয়ের দিকে এগিয়ে ছিলেন। তবে কোয়ার্টার ফাইনালেই মালেশিয়ার কাছে ৩-২ এ হারতে হল ভারতকে। পদক জয়ের থেকে ছিটকে গেল ভারতীয় দল।
ডাবল ম্যাচে ভারতের হয়ে নামেন রিথ টেনিসন ও শ্রীজা আকুলা। প্রথমেই ওপেনিং ডাবলস ম্যাচে ১-৩ এ পরাস্ত হন তাঁরা। ম্যাচের স্কোর ছিল ৭-১১, ৬-১১, ১১-৫ ও ৬-১১। এরপর সিঙ্গলসে মণিকা বাত্রা ইয়ং হো-কে হারিয়ে সমান স্কোর করেন। কিন্তু এরপরের সিঙ্গলসে মণিকা বাত্রা ক্যারেন লিনের কাছে পরাস্ত হন। যদিও এরপরের রাউন্ডে ভারতের কাছে কামব্যাকের সুযোগ ছিল। কিন্তু রিথ টেনিসনও দলের পরাজয় অব্যাহত রাখেন। তিনি ইং হো-র কাছে ৩-২ তে পরাস্ত হন। তাতেই পদক থেকে ছিটকে যায় ভারতীয় টেবিল টেনিস দল।
আরও পড়ুন: Commonwealth Games 2022 | ভারোত্তলনে জয়জয়কার ভারতের, রুপো জিতলেন বিন্দিয়ারানি