চালসা: পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগমের তরফে আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হল। বুধবার মেটেলি ব্লকের সনগাছি চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে আদিবাসী সমাজের বিভিন্ন জনজাতিকে নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সীমা সরকার, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুনডা, বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতেন রায়, সমাজসেবী সোনা সরকার সহ আরও অনেকে। আদিবাসী নৃত্যের মাধ্যমে এদিন অতিথিদের বরণ করা হয়।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial